গ্রাম বাংলার কথা কার না অজানা আছে, সবার কাছেই গ্রামের প্রাকিতিক দৃশ্য গুলি ভালো লাগে কেননা ছোট ছোট ছেলে মেয়েরা একসংঙ্গে সেই ঝিলের মাঝে কচুরি ফুল তুলতো আবার তাল গাছের প্রতিটি পাতায় সেই ঘন ঘন চিকন সুতার মতো পাতা দিয়ে বাসা বুনাতো বাবুই পাখিরা সবারি তো মনে থাকার কথা সেই বাবুই পাখির কবিতা চরুই আর বাবুই পাখির ঝগড়া গ্রামের বাচ্চারা সেই বাবুই পাখির বাসা পাড়ার জন্য তাল গাছে উঠে যেত আবার শীত কালে খেজুরের রস কি যে মজা সেই ভোর বেলা যখন কনকনে শীত খেজুরের রস সংঙ্গে মুড়ি খুব মজা হতো গ্রামের মিষ্টি পান কার না ভাল লাগে বুড়া বুড়ি থেকে শুরু করে ছেলে মেয়ে খোকা খুকি সোবার প্রিয় সেই সব মুদি দোকানের মিষ্টি পান এক বার খেলে বার বার খেতে মন চায় এমন কি গ্রামের সেই মেঠো পথের গাড়িওয়াল ভাইয়েরা তো আর নেই এখন রিকসাও আলা ভাইদের দেখা যায় গাড়িতে বসে বসে সেই মুদি দোকানের মিষ্টি পান চিবায় আর যাত্রির প্রহর ধরে বসে থাকে কখন আসবে যাত্রি তাদের নিয়ে রওনা হবে এই তো গ্রাম বাংলার কিছু কথা
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS